সাপাহারে ধান ক্ষেত থেকে বিষধর সাপ রাসেল ভাইপার উদ্ধার

|

নওগাঁ: নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলের ধান ক্ষেত থেকে ৪ ফুট দৈর্ঘ্যের একটি বিষধর রাসেল ভাইপার সাপ উদ্ধার করেছে এলাকাবাসী।

শনিবার ( ২৭ অক্টোবর ) দুপুরে সাপটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, গ্রামের কয়েকজন কৃষক ধানক্ষেতে কাজ করার জন্য গেলে তারা এই সাপটি দেখতে পায়। পরে তারা সবাই মিলে সাপটি বস্তা করে ধরে নিয়ে আসে।

উপজেলা বন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, উদ্ধার হওয়া রাসেল ভাইপার সাপটি খুবই বিষধর। আপাতত সাপটি আমাদের হেফাজতে রাখা হয়েছে। তাকে কোথায় অবমুক্ত করা হবে সেটা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply