শেরপুরে ট্রাকের সাথে সংঘর্ষে ৩ অটোরিকশা যাত্রী নিহত

|

স্টাফ করেসপনডেন্ট, শেরপুর:

শেরপুরের নকলা উপজেলার শেরপুর-ঢাকা মহাসড়কে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ মে) রাত ৯টার দিকে মহাসড়কের গরের গাঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নালিতাবাড়ী উপজেলার জবেদা বেগম (৭০), ঝিনাইগাতী উপজেলার রাজা মিয়া (৫৫) ও নালিতাবাড়ী গড়ের গাওঁ এলাকার আবেদা খাতুন (৫০)। এছাড়া এ ঘটনায় অটোরিকশার আরও চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের মিয়া বলেন, মঙ্গলবার রাতে শেরপুর-ঢাকা মহাসড়কে গরের গাঁ এলাকায় একটি মালবাহী ট্রাকের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই অটোরিকশার দুইজন যাত্রী মারা যান। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply