গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই দেশে ফিরেছিলাম: প্রধানমন্ত্রী

|

ফাইল ছবি

গণতন্ত্র পুনরুদ্ধারেরই জন্যই ২০০৭ সালের ৭ মে দেশে ফিরে এসেছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সেদিন তাঁর পাশে যারা ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। মঙ্গলবার (৭ মে) জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ৭ মে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফিরেছিলাম। সেদিন আওয়ামী লীগের নেতাকর্মী ও দেশের মানুষ বিমানবন্দরে আমাকে অভ্যর্থনা জানায়। জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই দেশে ফিরেছিলাম। এই লক্ষ্যেই আওয়ামী লীগ সরকার কাজ করছে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই তার প্রধান উদ্দেশ্য বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অনেক উপদেষ্টাও তাকে দেশে না ফেরার পরামর্শ দিয়েছিলেন। কেউ কেউ আমাকে হুমকিও দিয়েছে। তারা বলেছে, দেশে ফিরলে বিমানবন্দরে আমাকে হত্যা করা হবে। তবুও দেশে ফিরব বলে তাদের জানিয়েছিলাম। এরপর বারবার আমাকে গ্রেফতার করা হয়েছে। সব বাঁধা কাটিয়ে আজ জনগণের সেবা করছি।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply