৩০-৪০ শতাংশ ভোট পড়েছে: সিইসি

|

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কিছু বিক্ষিপ্ত ঘটনায় সংঘর্ষ ও সীমিত পর্যায়ের অনিয়ম হয়েছে। আর ৩০-৪০ শতাংশের মতো ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ভোটের হার কত, তা আরও কিছু সময় পর নির্দিষ্ট করে বলা যাবে বলে জানান তিনি।

বুধবার (৮ মে) বিকেল পৌনে ৫টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন সিইসি। আজ প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণ করা হয়েছে। এর মধ্যে ২২টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং বাকিগুলোতে ব্যালটে ভোট অনুষ্ঠিত হয়েছে। সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

প্রথম ধাপের ভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো ছিল বলে দাবি করেছেন কাজী হাবিবুল আউয়াল। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, প্রথম ধাপের ভোটে ৩৪টি ঘটনায় ৩৭ জনকে আটক করা হয়েছে। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ২৫ জন আহত হয়েছেন। ভোটকেন্দ্র ছিল ১০ হাজার ৩৯৯টি, এর মধ্যে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে।

ভোটগ্রহণ কম হওয়ার বিষয়ে সিইসি বলেন, ধান কাটার মৌসুম চলছে, তাই অনেকে ধান কাটতে থাকায় ভোট দিতে আসেনি। আর ঝড়-বৃষ্টি থাকায় অনেকেও আসেননি। ভোটার বেশি এলে ভোট অবশ্যই উৎসাহব্যঞ্জক হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply