শুনানি ১১ জুলাই, থাকতে হবে জাপানি মাকেও

|

জাপানি সেই দুই শিশুর মামলা চূড়ান্ত নিষ্পত্তি হবে আপিল বিভাগে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে উভয়পক্ষের আপিল শুনানির জন্য আগামী ১১ জুলাই দিন ধার্য করেছেন সর্বোচ্চ আদালত।

আজ বৃহস্পতিবার (৯ মে) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৮ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে নাকানো এরিকোর পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কেসি, অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট শিশির মনির। শিশুদের ইমরান শরীফের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার রেশাদ ইমাম।

আদালত বলেছেন, মামলার উভয়পক্ষের উপস্থিতিতে ওই দিন (১১ জুলাই) জাপানি শিশুদের নিয়ে আপিল মামলা নিষ্পত্তি করা হবে। একইসঙ্গে, বড় কন্যা সন্তান জেসমিন মালিকাকে নিয়ে জাপানি মা নাকানো এরিকোর বাংলাদেশ ছেড়ে যাওয়ার ঘটনায় আদালত অবমাননা মামলার শুনানিও হবে।

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি হাইকোর্ট রায় দেন, জাপানি বড় শিশু জেসমিন মালিকা ও তার ছোট বোন সোনিয়া তাদের জাপানি মা নাকানো এরিকোর কাছে থাকবে। মেজো মেয়ে লাইলা লিনা বাবা ইমরান শরীফের কাছে থাকবে। তবে ৯ এপ্রিল আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা জারি করেন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply