ভারত মহাসাগর-এডেন উপসাগরে ৩ জাহাজে হুতিদের হামলা

|

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ভারত মহাসগার ও এডেন উপসাগরে অন্তত তিনটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি। বৃহস্পতিবার (৯ মে) এমন দাবি করেছে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে। খবর কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।

সামরিক মুখপাত্রের দাবি, এডেন উপসাগরে এমএসসি দেগো ও এমএসসি গিনা এ দুটি জাহাজে ছোড়া হয়েছে ব্যালেস্টিক মিসাইল ও ড্রোন। পাশাপাশি, ভারত মহাসাগরেও একটি জাহাজে হামলা চালিয়েছে গোষ্ঠীটি। এমএসসি ভিট্টোরিয়া নামের জাহাজটি এডেন উপসাগরে পৌঁছালে আবারও সেটিকে লক্ষ্য করে মিসাইল ছোড়া হয়। হুতির দাবি, সবক’টি জাহাজই ইসরায়েলের।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গত নভেম্বর থেকে লোহিত সাগর ও আশপাশের এলাকায় অর্ধ শতাধিকের বেশি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। একমাত্র গাজায় ইসরায়েল যুদ্ধ বন্ধ করলেই লোহিত সাগরে হামলা বন্ধ করা হবে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply