জাবির প্রশাসনিক ভবন অবরোধ সাংবাদিকদের

|

ক্যাম্পাসে ছাত্রী ও সাংবাদিককে মারধরের ঘটনায় সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত গণমাধ্যমকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা। সকাল থেকে প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন তারা।

তাদের অভিযোগ, গত ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল এলাকায় দুই বহিরাগতকে ছিনতাই ও মারধরের হাত থেকে রক্ষা করতে গিয়ে সাংবাদিক মাহমুদুল হক সোহাগ ও এক ছাত্রীকে মারধর করে বেশ কয়েকজন। হামলার বিচারের দাবিতে উপাচার্য ও প্রক্টর বরাবর তারা লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠনও করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত শেষে ৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয় প্রশাসন। এরই প্রতিবাদে আন্দোলনে নেমেছেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply