চিরনিদ্রায় শায়িত পাইলট আসিম জাওয়াদ

|

মানিকগঞ্জ করেসপনডেন্ট:

মানিকগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন চট্টগ্রামে বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট আসিম জাওয়াদ। শুক্রবার (১০ মে) দুপুর ৩টার দিকে জেলা শহরের সেওতা কবরস্থানে নানার কবরে তাকে সমাহিত করা হয়।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে আসিম জাওয়াদের মরদেহবাহী হেলিকপ্টার শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে অবতরণ করে। পরে বিমানবাহিনীর সদস্যরা তার কফিন নামিয়ে আনেন। এরপর নিহত পাইলট আসিম জাওয়াদকে গার্ড অব অনার দেয়া হয়। পরে দুপুর পৌনে দুইটার দিকে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

গতকাল বৃহস্পতিবার (৯ মে) সকালে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (ইয়াক-১৩০) বিধ্বস্ত হয়। এ সময় বিমানটিতে থাকা পাইলট আসিম জাওয়াদ ও পাইলট মো. সোহান হাসান খান প্যারাসুট দিয়ে অবতরণ করেন। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় পাইলট আসিম জাওয়াদ মারা যান।

নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার গোপালপুর গ্রামে। তার বাবা ডা. মো. আমান উল্লাহ এবং মা নীলুফা আক্তার খানম। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, এক পুত্র রেখে গেছেন।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply