ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট কট্টর ডানপন্থি বলসোনারো

|

ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট কট্টর ডানপন্থি নেতা জেইর বলসোনারো। নির্বাচন কমিশনের দাবি, ৫৫ ভাগ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। অন্যদিকে, বামপন্থি ওয়াকার্স পার্টির রাজনীতিক ফার্নান্দো হাদ্দাদের ভাগ্যে জুটেছে ৪৫ শতাংশ ভোট।

বিজয় ভাষণে বলসোনারো জানান, দেশের সংবিধান, গণতন্ত্র এবং স্বাধীনতা রক্ষায় কাজ করবে নতুন সরকার। প্রতিশ্রুতি দেন, দুর্নীতি দমন এবং ব্রাজিলে অপরাধ কমানো তার প্রধান লক্ষ্য। জনগণের সুরক্ষার পাশাপাশি অস্ত্রের মালিকানা ও বহনের ব্যপারে নতুন নীতিমালা প্রণয়ন করবে সরকার- এমন প্রতিশ্রুতি দেন তিনি। অর্থনীতিতেও ব্যপক সংস্কার আনার পরিকল্পনা তার।

কট্টর ডানপন্থি এই নেতার বিরুদ্ধে রয়েছে ধর্ম-বর্ণ ও নারীবিদ্বেষের অভিযোগ। একইসাথে, তিনি সমকামীতা ও গর্ভপাত বিরোধী। সমর্থকদের দাবি, ব্রাজিলের ঐতিহ্য-সুনাম রক্ষা করবেন কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply