৬ নভেম্বর রাজশাহীতে সমাবেশ করতে চায় ঐক্যফ্রন্ট

|

তাবলীগের ইজতেমার কারণে রাজশাহীতে ২ নভেম্বরের পরিবর্তে ৬ নভেম্বর সমাবেশ করতে চায় জাতীয় ঐক্যফ্রন্ট। পুলিশের অনুমতি এখনো না মিললেও সমাবেশের প্রস্তুতি চলছে পুরোদমে। অন্য দলগুলোর সাংগঠনিক কাঠামো খানিকটা দুর্বল হওয়ায় মূল দায়িত্ব এখানে বিএনপির। দলটির নেতারা জানান, ঐক্যফ্রন্টে স্বনামে না থাকলেও সমাবেশের প্রস্তুতিতে ভূমিকা রাখছেন জামায়াত নেতারা। সমাবেশের প্রস্তুতির জন্য ঐক্যফ্রন্ট গঠন করেছে ১১ সদস্যের একটি কমিটি।

তবে ঐক্যফ্রন্টের মূল ভরসার জায়গা বিএনপি। আর বিএনপি নেতারা এরই মধ্যে এই সমাবেশকে সামনে রেখে কথা বলেছেন জামায়াতের সঙ্গেও। নিবন্ধহীন জামায়াতের নেতাকর্মীদের অংশগ্রহণের ব্যাপারে তেমন একটা আপত্তি নেই ঐক্যফ্রন্টের অন্য দলগুলোর। দীর্ঘদিন ধরে কোণঠাসা বিএনপি এই সমাবেশের মধ্য দিয়ে নিজেদের সমর্থন ও শক্তি দেখাতে চায়। যদিও সমাবেশের অনুমতি নিয়ে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত নেয়নি মহানগর পুলিশ। নগরীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জাতীয় ঐক্যফ্রন্টের এই সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছেন বিএনপি নেতারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply