মুন্সিগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই স্কুলছাত্রের মৃত্যু

|

ছবি: বাঁ থেকে মাহবুব আলম নয়ন ও মো. তুহিন (১৭)।

স্টাফ করেসপনডেন্ট, মুন্সিগঞ্জ:

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২২ মে) বিকেলে উপজেলার ছাতিয়ানতলী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন, ছাতিয়ানতলী এলাকার আলালউদ্দিনের ছেলে মাহবুব আলম নয়ন (১৬) ও একই এলাকার আবুল কালামের ছেলে মো. তুহিন (১৭)। এদের মধ্যে তুহিন ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে ও নয়ন শ্রীনগর উপজেলার একটি স্কুলের নবম শ্রেণীতে অধ্যয়নরত ছিলেন। 

নিহত নয়নের নানা মো. শাহ আলম ফকির বলেন, বুধবার বিকেলের দিকে তারা মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলো। পরে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে বলে খবর পাই। এরপর দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনের কেউই বেঁচে নেই বলে জানান।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম বলেন, হাসপাতালে দুই কিশোরের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply