বাংলাদেশেই শুধু নয়, অন্যান্য দেশেও মূল্যস্ফীতি আছে: ১৪ দলের বৈঠকে প্রধানমন্ত্রী

|

ফাইল ছবি

স্বাধীনতার পক্ষের শক্তিকে আরও সুসংগঠিত হয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় সাড়ে চার মাস পর প্রথমবারের মতো বৈঠকে বসেন ১৪ দলের নেতারা। এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে চলে এ সভা। বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘৭৫-এর পর বারবার চক্রান্তের শিকার হয়ে বাংলাদেশের মানুষ বঞ্চিত ছিল। সরকার দেশের মানুষের সেবক- এটা জনগণ বুঝেছে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর।

সরকারপ্রধান বলেন, বর্তমানে সবচেয়ে বড় সংকট মূল্যস্ফীতি; এটা শুধু বাংলাদেশে নয়, অন্যান্য দেশেও আছে। শেখ হাসিনা বলেন, রিজার্ভ কমলেও দুশ্চিন্তার কিছু নেই; আপদকালীন খাদ্য মজুদ আছে। প্রয়োজনে আমদানিও করা যাবে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply