এমপি আনার খুনের তদন্ত দ্রুত চলছে: ডিবি প্রধান

|

ফাইল ছবি।

পশ্চিমবঙ্গের সিআইডি ও রাজ্য পুলিশের সহযোগিতায় এমপি আনোয়ারুল আজিম আনারের খুনের ঘটনায় তদন্ত প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুন অর রশীদ। মঙ্গলবার (২৮ মে) সকালে কলকাতায় এ নিয়ে তদন্তে গিয়ে তিনি এসব বলেন।

তিনি বলেন, পশ্চিমঙ্গের তদন্তকারী কর্মকর্তারা খুবই আন্তরিকতার সাথে কাজ করছেন। মরদেহ খোঁজ করার জন্য প্রতিদিনই অভিযান চলছে। সঞ্জীবা গার্ডেনের পাশেই একটি লেক রয়েছে। নাম হাতিশালা লেক। সেখানে খোঁজ করার জন্যও তদন্তকারী কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি।

সকালে, বাংলাদেশের ডিবি পুলিশের তিন সদস্যের টিম লালবাজারে অবস্থিত কলকাতা পুলিশের সদর দফতরে যান। সেখানে ডিবি প্রধান পুলিশ কমিশনার বিনীত কোয়েলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এদিকে, এমপি খুনের মামলার অগ্রগতি নিয়ে তথ্য আদান প্রদানের পর বিকেলে হাতিশালা খাল পরিদর্শনে যাবে ডিবির টিম। এমপি আনারের দেহাংশ ও পোশাক পরিচ্ছদ ফেলে দেয়া হয়েছে বলে আসামির জবানবন্দি দিয়েছেন সে জায়গাগুলি আজও পরিদর্শন করবেন তারা।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply