গণভবনে ঐক্যফ্রন্ট নেতাদের অাপ্যায়নে যা থাকছে

|

ফাইল ছবি

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত সংলাপ। সরকারে থাকা আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের সঙ্গে বিএনপিসহ বেশ কয়েকটি দলের সমন্বয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে এ সংলাপ হবে। সন্ধ্যা ৭টায় গণভবনের নীচ তলার কনফারেন্স কক্ষে সংলাপে বসবেন দুই পক্ষ। সেখানে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ১৬ জন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২৩জন উপস্থিত থাকবেন।

গণভবনে ঐক্যফ্রন্ট নেতাদের অাপ্যায়ন করাবেন প্রধানমন্ত্রী। সংলাপের চিঠি ড. কামাল হোসেনের কাছে পৌঁছে দেয়ার সময় তার পছন্দের খাবারের নামও জেনে আসতে বলেছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপকে।

এদিকে গণভবনের সূত্র জানায়, নেতাদের অাপ্যায়নে ইতোমধ্যে খাবারের মেন্যু ঠিক করা হয়েছে। মেন্যুতে রয়েছে- চিজ কেক, পিয়ারু সর্দারের মোরগ পোলাও, চিতল মাছের কোপ্তা, রুই মাছের দো-পেঁয়াজা, চিকেন ইরানি কাবাব, বাটার নান, মাটন রেজালা, বিফ শিক কাবাব, মাল্টা, আনারস, জলপাই ও তরমুজের ফ্রেশ জুস, চিংড়ি ছাড়া টক-মিষ্টি স্বাদের কর্ন স্যুপ, চিংড়ি ছাড়া মিক্সড নুডলস, মিক্সড সবজি, সাদা ভাত, টক ও মিষ্টি উভয় ধরনের দই, মিক্সড সালাদ, কোক ক্যান এবং চা ও কফি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply