ভারতে পাচারের সময় সাড়ে ৫ হাজার কেজি ধানের বীজ আটক

|

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে ভূরুঙ্গামারীতে ভারতে পাচার করার উদ্দেশ্যে আনা সাড়ে ৫ হাজার কেজি ধানের বীজ আটক করেছে ২২-বিজিবি ব্যাটালিয়ন। বিজিবি’র নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে দিয়াডাংগা বিওপির সদস্যরা এই ধান বীজ আটক করে।

কুড়িগ্রাম-২২ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ জামাল হোসেন জানান, ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাংগা বিওপি ক্যাম্পের সুবেদার শামছুল হক’র নেতৃত্বে টহল টিম সীমান্ত পিলার নম্বর ৯৮০ এর ১৪-এস (শূন্য লাইন) হতে আনুমানিক ৬০০/৬৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধলডাংগা বাজারে একটি পরিত্যক্ত গোডাউন হতে স্থানীয় জনপ্রতিনিধিসহ জন সাধারণের উপস্থিতিতে তল্লাশী চালিয়ে মালিক বিহীন অবস্থায় ভারতে পাচারের উদ্দেশ্যে পূর্ব হতে লুকিয়ে রাখা ৫ হাজার ৪শ কেজি ধানের বীজ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ধানের বীজের আনুমানিক সিজার মূল্য-২১ লাখ ৬০হাজার টাকা। তবে অভিযানের সময় কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত ধানের বীজ কাস্টমের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply