জামালপুরে আগুনে পুড়ে ছাই ৪টি দোকান

|

জামালপুর করেসপনডেন্ট: 

জামালপুরের ইসলামপুরে একটি বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১০ জুন) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার গুঠাইল বাজারে স্বপন সরকারের মার্কেটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

স্থানীয়রা জানায়, রাতে একটি দোকানে তারা আগুন দেখতে পায়। পরে ফায়ার সার্ভিস কে জানানো হয়। ফায়ার সার্ভিস আসতে দেরি করায় স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করে। এসময় মো. সোলায়মার কবীর স্বপনের মেসার্স নিউ সরকার মেশিনারী, কামাল হাসান সিদ্দিকির মেসার্স কাদের ট্রেড লিংক, মজিবুর রহমানের সার ও কিটনাশকের দোকানসহ আকরামের চায়ের দোকান পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ইসলামপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মাজহারুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। বাজারের চারটি দোকান পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করেছে। এ বিষয়ে তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাবে বলেও জানান তিনি।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply