গলিয়ে ফেলা হয় সাংবাদিক খাসোগির লাশ !

|

সৌদি সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার পর দেহ ছিন্ন-বিচ্ছিন্ন করা হয় এবং এক পর্যায়ে গলিয়ে ফেলা হয় তার দেহাবশেষ এমনটা দাবি করেন এরদোগানের উপদেষ্টা ইয়াসিন আকতায়। শুক্রবার তিনি এ দাবি করেন।

এদিকে সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় প্রথমবারের মতো সরাসরি সৌদি সরকারকে দুষলো তুরস্ক।

ওয়াশিংটন পোস্টে প্রকাশিত কলামে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান লিখেছেন, রিয়াদের শীর্ষ পর্যায় থেকে হত্যাকাণ্ডের নির্দেশ দেয়া হয়েছিল। তবে সৌদি আরবের সাথে তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর জোর দিয়ে লেখেন, এ ঘটনায় বাদশাহ সালমানের কোনো ধরনের সম্পৃক্ততা আছে বলে মনে করেন না তিনি।

যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসন নেয়া সালমান প্রশাসনের কট্টর সমালোচক খাশোগিকে গেল ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটের ভেতরে হত্যা করা হয়। এক মাসেও মেলেনি মরদেহের সন্ধান।

এদিকে হত্যার কথা স্বীকার করার আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের এক ফোনালাপ পাওয়া গেছে। তাতে হোয়াইট হাউসকে তিনি বলেছিলেন, খাসোগি ‘বিপজ্জনক ইসলামি কট্টরপন্থী’ ছিলেন। ‘ওয়াশিংটন পোস্ট’ ও ‘নিউইয়র্ক টাইমস’-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, খাসোগিকে হত্যার কথা সৌদি আরব স্বীকার করার আগেই এমন মন্তব্য করেছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply