ইসরায়েলি উগ্রপন্থি গ্রুপের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

|

গাজায় ত্রাণ বহরে হামলার দায়ে একটি উগ্রপন্থি ইসরায়েলি গ্রুপের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৫ জুন) হোয়াইট হাউস নিশ্চিত করেছে এ তথ্য।

গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশে বাধা ও সহিংসতার অভিযোগ করা হয় তাজাভ-নাইন নামক গ্রুপটির বিরুদ্ধে। বাইডেন প্রশাসন জানিয়েছে, গাজায় যেকোনো ধরনের সহায়তা প্রবেশে বাধা দেয়াই দলটির মূল লক্ষ্য। ত্রাণের ট্রাকে লুটপাট ও আগুন ধরিয়ে দেয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, গাজার বেসামরিকদের সুরক্ষার দায়িত্ব রয়েছে ইসরায়েল সরকারের। জরুরি মানবিক সহায়তাকে কেন্দ্র করে সহিংস আচরণ মেনে নেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেয়া হয়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply