প্রস্তুত জাতীয় ঈদগাহ, রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা: ডিএমপি কমিশনার

|

ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। যেকোনো ধরনের আশঙ্কা ও চ্যালেঞ্জ মোকাবেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে জাতীয় ঈদগাহসহ পুরো ঢাকায় জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

ঈদ জামাতসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রোববার (১৬ জুন) জাতীয় ঈদগাহে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

আগামীকাল সোমবার সকাল ৭টায় জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, বাইতুল মোকাররমে পরপর পাঁচটি জামাতকে কেন্দ্র করে রাখা হচ্ছে ড্রোন। পরিস্থিতি পর্যবেক্ষণসহ পাঁচ স্তরের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য প্রস্তুত থাকবে।

ডিএমপি কমিশনার আরও বলেন, ফাঁকা ঢাকায় যেন ঝুঁকিপূর্ণ গাড়ির রেসিং প্রতিযোগিতা না হয়, সেজন্য বিশেষ নজরদারি থাকবে পুলিশের। মাঠে নিরাপত্তার পাশাপাশি ঢাকার ঈদগাহগুলোর আশপাশে বিশেষ নিরাপত্তা এবং মোবাইল টিম থাকবে।

/এমএইচ/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply