দেশের বিভিন্ন জায়গায় ঈদুল আজহা উদযাপন

|

সারাদেশ ডেস্ক:

সৌদি আরবের সাথে মিল রেখে দেশেও কিছু জায়গায় আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। চাঁদপুর, শেরপুর, পটুয়াখালী, ঝিনাইদহ ও গাইবান্ধার অনেক গ্রামে চলছে ঈদের আনুষ্ঠানিকতা।

ইতোমধ্যে এসব জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকালে এসব ঈদ জামাতে অংশ নেন অনেক মুসল্লি। ঈদের নামাজ আদায়ের পর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করেন মুসল্লিরা। প্রতিবছরই সৌদি আরবের সাথে মিল রেখে এসব এলাকায় ঈদসহ অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হয়।

এরমধ্যে কয়েক বছরের ধারাবাহিকতায় উৎসবমুখর পরিবেশে চাঁদপুরের ৪০টি গ্রামে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। শেরপুরের ৭টি গ্রামে পালিত হচ্ছে কোরবানির ঈদ। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় দুলদুল রাইস মিলে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। তাতে ঝিনাইদহ সদর উপজেলার চোরকোল, শ্যামনগর, যাদবপুর, হরিণাকুন্ডু উপজেলার দখলপুর, নারায়নকান্দি, বৈঠাপাড়া, বোয়ালিয়া, চটকাবাড়ীয়া, পারফলসী, পায়রাডাঙ্গা এবং শৈলকুপা উপজেলার ভাটইসহ রাজশাহী জেলা শহর থেকে আগত মুসল্লিরা এ ঈদের নামাজ আদায় করেন বলে জানান মুসল্লিরা।

বাংলাদেশে আগামীকাল সোমবার (১৬ জুন) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। হিজরি বর্ষপঞ্জি অনুসারে জিলহজ মাসের ১০ তারিখে ঈদ-উল আজহা বা ‘কোরবানির ঈদ’ উদযাপিত হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply