সেন্টমার্টিন দখলের গুজব ছড়িয়েছে বিএনপি-জামায়াত: ওবায়দুল কাদের

|

উসকানি দিয়ে মিয়ানমারের সাথে বাংলাদেশ যুদ্ধে জড়াবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বললেন, বিএনপি-জামায়াত সেন্টমার্টিন দখলের গুজব ছড়িয়েছে। এগুলো সত্য নয়। আলাপ আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান করা হবে।

রোববার (১৬ জুন) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এ সময় ওবায়দুল কাদের বলেন, সেন্টমার্টিন সীমান্তে যে জাহাজ দৃশ্যমান ছিল তা ইতোমধ্যে ফেরত গিয়েছে। আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধানে বিশ্বাসী বাংলাদেশ।

বিএনপিতে বড় রদবদল প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি তাদের সাংগঠনিক ব্যর্থতা স্বীকার করেই কাউকে বাদ দিচ্ছে, কাউকে পদায়ন করছে। তারা যে আন্দোলনে ব্যর্থ সেটা তাদের কমিটি বিলুপ্তির মাধ্যমে স্বীকৃত হলো। গতদিনে পদ্মা সেতুতে প্রায় ৫ কোটি টাকা এবং বঙ্গবন্ধু সেতুতে ৪ কোটি টাকার টোল আদায় হয়েছে বলেও জানান তিনি।

/এমএইচ/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply