ব্রাহ্মণবাড়িয়ায় এসআইকে মারধর করে হাতকড়াসহ আসামি ছিনতাই

|

স্টাফ করেসপনডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় বাবুল আহমেদ নামের এক উপ-পরিদর্শককে (এসআই) মারধর করে হ্যান্ডকাফসহ একজনকে ছিনিয়ে নিয়ে গেছে হামলাকারীরা। শনিবার (১৫ জুন) সন্ধ্যার পর উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর গ্রামে ঘটনা ঘটে। এই ঘটনায় সেদিন রাতেই মামলা হয়েছে। রোববার দুপুর পর্যন্ত দুইজনকে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, শনিবার বিকেলে ভূইশ্বর গ্রামের জসিম নামের একজন পাকশিমূল পশুর হাটে গরু ক্রয় করেন। গরু ক্রয় করার পর বাজারে হাসিল নিয়ে ইজারাদারের লোকজনের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এই নিয়ে তাদের মধ্যে হাতাহাতি হয়।

তিনি বলেন, হাতাহাতির জের ধরে জসিম নিজ গ্রাম ভূইশ্বর এসে রাস্তায় সিএনজি থামিয়ে পাকশিমুলের লোকজনকে খুঁজে মারধর করছিলেন। এই খবরে সেখানে সরাইল থানা পুলিশের এসআই বাবুল গিয়ে একজনকে আটক করে। এ সময় এসআই বাবুলের ওপর হামলা করে আটককৃত ব্যক্তিকে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নিয়ে যায়। পরে আহত অবস্থায় বাবুলকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply