ঈদে সালাদ তৈরির সরঞ্জামের দাম বেড়েছে ৩ গুণ!

|

ঈদকে সামনে রেখে সালাদ তৈরির সবজির দাম বেড়েছে ৩ গুণ। এক কেজি মরিচের দাম ৩০০ টাকা। শসা ১৮০ টাকা। অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন। ঈদ এলেই বাজারে এমন পরিস্থিতি সম্মুখীন হন ভোক্তারা। বাজারে নেই কোনো মনিটরিং ব্যবস্থা। তাই নিজেদের খেয়াল-খুশি দামে পণ্য বিক্রি করছেন বিক্রেতারা।

ঈদের আনন্দের সাথে জড়িয়েছে সাধারণ মানুষের দুর্ভোগ। পোলাও-মাংস খাবেন সাথে খাবেন সালাদ, সেই সার্মথ্য আছে কয়জনের? সাধ্যের সাথে তাল মেলাতে রান্না করতে হবে কম। তাই ঈদের খাবারের বাজেটে করতে হচ্ছে কাটছাঁট। এক সপ্তাহের ব্যবধানে ৭০ টাকা বেড়ে এক কেজি শসা বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। টমেটো-গাজরের জন্য গুনতে হবে দেড়শো টাকা। আর কাঁচামরিচের কেজি ৩০০ ছুঁই ছুঁই।

পেয়াজ, রসুন, আদার দামে ঊর্ধ্বগতিতো আছেই। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ৫০-৬০ টাকা। এক কেজি পেঁয়াজ নিতে চাইলে দিতে হবে ১০০ টাকা। আদার জন্য ৩২০ টাকা আর রসুনের জন্য গুনতে হবে ২৬০ টাকা।

পণ্যের যথেষ্ট সরবরাহ আছে। এমন দাবি খূচরা বিক্রেতাদের । তাদের অভিমত, বাড়তি চাহিদার সুযোগ নিচ্ছেন পাইকার ও আড়তদাররা।

বেড়েছে পোলাওয়ের চালের দাম। মানভেদে বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৭০ টাকা কেজিতে। চাহিদা বেড়েছেে সেমাইয়ের। ৪০০ গ্রাম প্যাকেট এর জন্য গুনতে হবে ২০০ টাকা।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply