ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো দুই শিশুর

|

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ায় খেলা করার সময়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে দুই শিশুর। রোববার (১৬ জুন) দুপুরে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের ছোট বাকাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার শামীম মিয়ার ছেলে নয়ন (১১) ও ইদন মিয়ার ছেলে নাঈম (১১)।

মজলিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান জানান, দুপুরে ছোট বাকাইল গ্রামের একটি বাড়িতে টিনের বেড়ার উপর পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এতে ওই ঘরটি বিদ্যুতায়িত হয়ে যায়। দুপুরে খেলা করার সময়ে ঘরের টিন স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে দুই শিশু। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক তাদের মৃত ঘোষণা করেন।

মজলিশপুর ইউনিয়নের বিট পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহিদুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। নিহতের পরিবার মামলা করলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply