শরীয়তপুরে গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার

|

শরীয়তপুর করেসপনডেন্ট:

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আকলিমা বেগম (৫৫) নামের এক গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ জুন) সন্ধ্যায় নড়িয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম লোনসিং এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আকলিমা বেগম ওই এলাকার অটোরিকশা চালক কালু মালের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকালে নিহতের স্বামী কালু মাল অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন। পরে বিকেলে বাসায় ফিরে ঘরের দরজায় তালা মারা দেখতে পান। এদিকে অনেকক্ষণ পরেও স্ত্রী ফেরায় ঘরের দরজা ফাঁকা করেন তিনি। এ সময় তিনি স্ত্রীকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে আকলিমার গলাকাটা মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেন।

স্থানীয় কাউন্সিলর শহীদুল সরদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি থানায় নিয়ে যায়।

জেলা পুলিশ সুপার মাহবুবুল আলম বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের স্বামী কালু মালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply