কোরবানির গরু আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

|

বগুড়া ব্যুরো:

ঈদের দিন সকালে কোরবানির গরু আনতে গিয়ে ভটভটি (ফেলো ইঞ্জিন চালিত বাহন) উল্টে বগুড়ার আদমদীঘিতে অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত আবিদ দোহা নওগাঁর সরকারি কেডি উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

আদমদীঘি থানা পুলিশ জানিয়েছে, উপজেলার শালগ্রামের একটি খামার থেকে কোরবানির গরু কিনে ওই খামারেই রাখেন দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি হাফিজার রহমান। কোরবানি করার জন্য সোমবার সকালে তার নাতি দোহা ভটভটি নিয়ে গরুটি নিতে যায়। গরু নিয়ে বাড়ি ফেরার পথে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে বাবলাতলা এলাকায় পৌঁছার পর ভটভটি উল্টে গুরুতর আহত হয় দোহা।

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা এই আবিদ দোহাকে মৃত ঘোষণা করেন।

/এটিএম/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply