ঈদে ঘুরতে এসে লেকের পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

|

প্রতীকী ছবি।

স্টাফ করেসপনডেন্ট, খাগড়াছড়ি

খাগড়াছড়ির মানিকছড়িতে ঈদের ছুটিতে ঘুরতে এসে লেকের পানিতে ডুবে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৭ জুন) মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের অন্তর্গত মরাডলু এলাকায় অবস্থিত ডিসি অ্যাডভেঞ্চার এন্ড ইকো-ট্যুরিজম পার্কে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম মো. ইসরাফিল (১৫)। সে মানিকছড়ির সদর গুচ্ছগ্রাম এলাকার নজরুল ইসলামের ছেলে এবং মানিকছড়ি কাশেমুল উলুম মাদরাসার ছাত্র বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মানিকছড়ির ডিসি অ্যাডভেঞ্চার পার্কে ইসরাফিলসহ তিন বন্ধু ঘুরতে আসে। পার্কে ঘুরে বেড়ানোর পর লেকের পানিতে নৌকা ভ্রমণে যান তারা। এসময় নৌকায় লাফালাফি করার কারণে একপর্যায়ে নৌকাটি উল্টে যায়। পরে দুই বন্ধু সাঁতার কেটে লেকের পাড়ে আসতে পারলেও ইসরাফিল পানির নিচে তলিয়ে যায়। প্রায় দেড় ঘন্টা খোঁজাখুঁজির পর স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল উদ্দিন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্ত ছাড়াই দাফনের আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের পক্রিয়া চলছে বলে জানান তিনি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply