পটুয়াখালীতে মাংস আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক আহত

|

পটুয়াখালী (বাউফল) করেসপনডেন্ট:

পটুয়াখালীর বাউফল উপজেলায় কোরবানির মাংস আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে মান্নান খান ওরফে মনু (৩৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৭ জুন) ঈদের দিন বিকেল ৪টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বাজার রোডের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। আহত মান্নান খান একই গ্রামের কালু খানের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ঈদুল আজহা উপলক্ষ্যে ইউনিয়ন যুবলীগ নেতা রফিকুল হাসান সওদাগর তার বাসার নিচে দুঃস্থদের মাঝে মাংস বিতরণের আয়োজন করেন। এ সময় অন্যান্যদের সাথে মান্নানও মাংস আনতে যান। একপর্যায়ে ওই বাড়ির ছাঁদে গেলে একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন তিনি। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ভাস্কর পাল বাপ্পি বলেন, মান্নানের শরীরের অধিকাংশ স্থানে পুড়ে যাওয়ার চিহ্ন পাওয়া গেছে। এছাড়া তার মাথায় স্পার্ক বার্ণেরও আঘাত রয়েছে।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply