ফের সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেবে ঐক্যফ্রন্ট

|

আবারও সংলাপ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেবে জাতীয় ঐক্যফ্রন্ট। এমনটা জানিয়েছেন ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার সন্ধ্যায় ড. কামাল হোসনের অফিসে ঐক্যফ্রন্টের নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, কালই নতুন চিঠি পাঠানো হবে। তিনি আরও বলেন, এখনই তফসিল ঘোষণা না করার অনুরোধের বিষয়টিও প্রধানমন্ত্রীকে অবগত করা হবে।

এর আগে আজ বিকালে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল ঐক্যফ্রন্ট। প্রধানমন্ত্রীর সংলাপ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না করতে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাকে ওই চিঠিতে অনুরোধ করা হয়।

ড. কামাল হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘গত ১ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সংলাপে বলেছেন, তফসিল ঘোষণার বিষয়টি একান্তভাবেই নির্বাচন কমিশনের ব্যাপার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন যে, আগামী ৮ নভেম্বরের পরে জাতীয় ঐক্যফ্রন্টের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সংলাপের বিষয়টি আবারো বিবেচনায় রয়েছে। ঐক্যফ্রন্ট আবারো প্রধানমন্ত্রীর সাথে সংলাপে বসতে ইচ্ছুক।’

ড. কামাল লিখেছেন, ‘তফসিল ঘোষণা নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তফসিল ঘোষণার পরই রাজনৈতিক দলগুলো এবং প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করেন।’

‘এমতাবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ শেষ হওয়ার পর তফসিল ঘোষণার তারিখ নির্ধারণের অনুরোধ করছি।’

গত ১ নভেম্বর প্রথম দফা প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন দলের নেতা শেখ হাসিনার সাথে সংলাপে বসেন ঐক্যফ্রন্ট নেতারা। গণভবনে কয়েক ঘণ্টার বৈঠক শেষে ফ্রন্ট নেতারা জানান, তারা এই আলোচনায় সন্তুষ্ট নন। প্রধানমন্ত্রীর সাথে আলোচনার টেবিলেও তারা নতুন পর্বে সংলাপের আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী বলেছিলেন, তার দরজা সব সময় খোলা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply