লেভানডফস্কির পোল্যান্ডকে হারিয়ে অস্ট্রিয়ার জয়োৎসব

|

উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের গ্রুপ ডি’র ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে আসরে নিজেদের প্রথম জয়ে শেষ ষোলোর সম্ভাবনা বাঁচিয়ে রাখলো অস্ট্রিয়া। শুক্রবার (২১ জুন) বার্লিনের অলিম্পিয়াস্টাডিওনে পোল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে রাফ রাঙ্গনিকের শিষ্যরা। গ্রুপে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অস্ট্রিয়া। অপরদিকে টানা দুই হারে টেবিলের তলানিতে পোল্যান্ড।

ম্যাচের শুরু থেকেই পোল্যান্ডের রক্ষণভাগ চেপে ধরে অস্ট্রিয়া। একের পর এক শট ও বক্সে ফেলা ক্রস রীতিমতো ভয় ছড়িয়ে দেয় পোল্যন্ডের রক্ষণভাগে। ম্যাচের ৯ম মিনিটে কাঙ্ক্ষিত গোলও পেয়ে যায় অস্ট্রিয়া। ফিলিপ মোয়েনের বাড়ানো ক্রস থেকে হেডের সাহায্যে লক্ষ্যভেদ করেন গিয়ানট। অপরদিকে ৩০ তম মিনিটে পোল্যান্ডকে সমতায় ফেরান পিয়ানতেক। কর্ণার থেকে পাওয়া বল জোরালো এক শটে প্রতিপক্ষের জালে পাঠান ইস্তাম্বুল বাসাকেহিরের এই স্ট্রাইকার। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে মাঠে নামেন পোল্যান্ডের তারকা ফুটবলার রবার্ট লেভানডফস্কি। ম্যাচের ৬০তম মিনিটে পিয়ানতেকের বদলি হিসেবে তাকে মাঠে নামান পোলিশ কোচ মিখাল প্রবিয়েশ। ম্যাচের ৬৬ তম মিনিটে ক্রিস্তোফের গোলে দ্বিতীয়বারের মতো লিড পায় অস্ট্রিয়া। ১০ মিনিট বাদে পোলিশদের রক্ষণভেদ করে বক্সে ঢুকে পড়েন মার্সেল সাবিৎজার। তাকে ফাউল করলে হলুদ কার্ড দেখেন স্ট্যাসনি। পেনাল্টি পায় অস্ট্রিয়া। ৭৮ তম মিনিটে পেনাল্টি থেকে গোল আদায় করলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় তাদের। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে ম্যাচ জেতে অস্ট্রিয়ানরা।

উল্লেখ্য, গ্রুপের শেষ রাউন্ডে মঙ্গলবার (২৫ জুন) নেদারল্যান্ডসের বিপক্ষে নাঠে নামবে অস্ট্রিয়া। একই সময়ে ফ্রান্সের মোকাবেলা করবে পোল্যান্ড।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply