রংপুর আদালতে হাজির করা হয়েছে ব্যারিস্টার মইনুলকে

|

জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।

এর আগে শনিবার বিকালে কড়া পুলিশ পাহারায় তাকে ঢাকা থেকে রংপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করে কারাগারের জেলার মোহাম্মদ আমজাদ হোসেন জানিয়েছিলেন, শনিবার বিকাল সাড়ে ৪টায় তাকে পুলিশি পাহারায় রংপুর কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।

উল্লেখ্য, দৈনিক ‘আমাদের নতুন সময়’ ভারপ্রাপ্ত সম্পাদক মাসুদা ভাট্টিকে নিয়ে ১৬ অক্টোবর মধ্যরাতে একাত্তর টিভির একটি অনুষ্ঠানে কুরুচিপূর্ণ মন্তব্য করায় মইনুল হোসেনের বিরুদ্ধে ২২ অক্টোবর রংপুরে মামলা করেন নারী অধিকারকর্মী মিলিমায়া বেগম।

ওই মামলায় রোববার তাকে আদালতে হাজির করা হয়েছে। সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তির ঘটনায় রংপুরের ওই মামলায় ২২ অক্টোবর সন্ধ্যায় ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply