নকআউট পর্বে দলগুলোর আসল সামর্থ্য বোঝা যাবে: স্প্যানিশ কোচ ফুয়েন্তে

|

উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের এবারের আসরে এখন পর্যন্ত অঘটন বা চমকের দেখা মিলেছে খুব কম। তবে কাগজে-কলমে সেরা দলগুলো নিজেদের স্বাভাবিক খেলাটাও খেলতে পারেনি সে অর্থে। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের ধারণা, দ্বিতীয় রাউন্ডে স্বরুপে দেখা যাবে সব দলকে।

ফুয়েন্তে বলেন, আমার মনে হয় না, কিছু দলের আসল খেলাটা আমরা এখনও দেখেছি। কয়েকটি দল শুরুতেই প্রতিদ্বন্দ্বিতার পর্যায়ে চলে গেছে। যেখানে ফেভারিট বা শিরোপার দাবিদার অন্যরা এখনও পূর্ণ ছন্দে ছোটা শুরু করেনি। তিনি আরও বলেন, নকআউট পর্ব শুরু হলে আর ভুলের কোনো সুযোগ নেই। তাই আমার মনে হয়, শেষ ষোলো শুরু হলে আমরা দলগুলোর আসল সামর্থ্য দেখতে পারব।

নিজেদের গ্রুপে দুই ম্যাচের দুটিই জিতে এরই মধ্যে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করেছে স্পেন। দুই ম্যাচেই তারা খেলেছে দাপুটে ফুটবল। এছাড়া ‘এ’ গ্রুপে জার্মানি রেখেছে নিজেদের সেরা খেলার ছাপ। ‘এফ’ গ্রুপে সেরার কাছাকাছিই আছে পর্তুগাল।

টুর্নামেন্টে শিরোপা প্রত্যাশী ফেভারিট দলগুলোর মধ্যে বেলজিয়াম নিজেদের প্রথম ম্যাচে হেরেছে স্লোভাকিয়ার কাছে। এখনও অনিশ্চিত তাদের দ্বিতীয় রাউন্ডের টিকেট। ডেনমার্কের সঙ্গে ড্র করা ইংল্যান্ডও অপেক্ষায় নিজেদের শেষ ম্যাচের। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ইতালি এবং সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সও প্রথম দুই ম্যাচে নিশ্চিত করতে পারেনি নকআউট পর্বের টিকেট।

উল্লেখ্য, সোমবার (২৪ জুন) দিবাগত রাতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আলবেনিয়ার মুখোমুখি হবে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply