জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা ৮ নভেম্বর

|

আগামী একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী ৮ নভেম্বর। আজ রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এ তথ্য জানান।

সাংবাদিকদের জন্য আয়োজিত এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার বলেন, আজ নির্বাচন কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে রোববার বিকালে ইসির এক বৈঠকে ইভিএম ব্যবহারের বিধান রেখে বিধিমালা চূড়ান্ত করা হয়। তার আগে শনিবার অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিষয়ে বিধিমালা চূড়ান্ত করা হয়।

জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সংলাপের স্বার্থে তফসিল ঘোষণা পেছানোর অনুরোধ করে গতকাল নির্বাচন কমিশনে চিঠি পাঠানোর একদিন পরে কমিশন এ সিদ্ধান্ত নিল।

ঐক্যফ্রন্ট প্রধানমন্ত্রীর সাথে প্রথম দফায় সংলাপের পর তাদের দাবি না মানায় নতুন করে আবারও সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীকে আজ রোববার চিঠি দেয়। আওয়ামী লীগের পক্ষ থেকে চিঠি গ্রহণ করলেও নতুন সংলাপের অনুষ্ঠিত হওয়ার বিষয়ে কিছু জানানো হয়নি।

এদিকে ঐক্যফ্রন্ট ছাড়াও অন্যান্য জোট ও দলের সাথে আলোচনা করছেন ক্ষমতাসীন দল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply