পঞ্চগড়ে আওয়ামী লীগ নেতার সম্পত্তি জব্দের নির্দেশ

|

পঞ্চগড় করেসপনডেন্ট:

দুদকের মামলায় পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু ও তার স্ত্রীর নামে থাকা স্থাবর সম্পত্তির দলিল জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি মাহমুদুর রহমানে নামে থাকা একটি ব্যাংক একাউন্ট অবরুদ্ধের নির্দেশও দেন আদালত।

বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে জেলার দায়রা জজ আদালতে বিচারক মো. গোলাম ফারুক এই আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক মো. ইমরান হোসেনের আবেদনে প্রেক্ষিতে এই আদেশ দেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৯ অক্টোবর মাহমুদুর রহমান ডাবলু দুর্নীতি দমন কমিশনে তার সম্পদ বিবরণী জমা দেন। পরে দুদকের অনুসন্ধানে ১৩ লাখ ৩৬ হাজার ৫২ টাকা সম্পদের তথ্য গোপন এবং ৭৯ লক্ষ ৭২ হাজার ৫৫৫ টাকা জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার বিষয়টি বেরিয়ে আসে। পরে ২০২৪ সালে ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে মামলা করে দুদক।

পরে সেই মামলার তদন্তকালে আসামি কাজী মাহমুদুর রহমান তার নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ বিক্রি করে বিদেশ পালানোর চেষ্টা করেছে বলে অভিযোগ ওঠে। পরে গত ৯ জুন কমিশনের সহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তা আজমীর শরীফ সম্পত্তি জব্দের আবেদন করেন।

এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু জানান, তার বিরুদ্ধে দুদকের তদন্তের বিষয়টি সম্পর্কে তিনি জানেন। তবে আজকের আদেশের বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান।

দুর্নীতি দমন কমিশনের আইনজীবী হাবিবুর রহমান হাবিব জানান, দুদকের তদন্তে মাহমুদুর রহমান ডাবলু সম্পদের হিসেব গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ভোগ দখলের বিষয়টি ওঠে আসে। পরে মামলার বাদীর আবেদনের প্রেক্ষিতে কাজী মাহমুদুর রহমানের নামে ১৬টি ও তার স্ত্রীর নামে ১টি দলিল ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply