যমুনা টেলিভিশনের সাংবাদিকের ওপর হামলা

|

ছবি: সাংবাদিক মো. শরিফুল ইসলাম।

যমুনা টেলিভিশনের সাংবাদিক শরিফুল ইসলামের ওপর হামলা করেছে একদল দুর্বৃত্ত। শুক্রবার (২৮ জুন) রাতে রাজধানীর কুড়িল ফ্লাইওভার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার (২৯ জুন) ভাটারা থানায় মূল অভিযুক্ত সৈয়দ ইসলাম শাহির (৩০) ও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

সাংবাদিক শরিফুল ইসলাম জানান, শুক্রবার রাতে কুড়িল ফ্লাইওভার এলাকা দিয়ে যাওয়ার সময় শাহিরসহ (৩০) একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় তার সাথে থাকা লাগেজ ধরে টানাটানি করে। একপর্যায়ে লাগেজটি না দিতে চাইলে শরিফকে অকথ্য ভাষায় গালাগালি ও মারধর করে শাহিররা।

শরিফুল ইসলাম তার অভিযোগপত্রে আরও জানান, এতে তিনি মারাত্মকভাবে আহত হন এবং তার বাম কানের পর্দা ফেটে যায়। এরপর দুর্বৃত্তরা তার মোবাইলফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরে সহকর্মীরা খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয়রা জানান, শাহির এলাকার চিহ্নিত বখাটে। এর আগেও সে অনেককে মারধর করেছে বলে জানান তারা।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাঈনুল ইসলাম বলেন, গণমাধ্যমকর্মীর ওপর হামলা জঘন্য কাজ। মামলা হওয়ার পরই তদন্তে নেমেছে পুলিশ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply