টানা বৃষ্টিতে আবারও প্লাবিত হচ্ছে চরাঞ্চল–নিম্নাঞ্চল

|

টানা বৃষ্টি আর উজানের ঢলে আবারও দেশের বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে। ফলে প্লাবিত হচ্ছে চরাঞ্চল ও নিম্নাঞ্চল। পানি কমা বাড়ায় ভাঙন ঝুঁকিতে অনেক এলাকা। এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন নদী তীরবর্তী এলাকার মানুষজন।

গত দুইদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর ৩ স্থানে ভাঙন দেখা দিয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে জেলার উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুরসহ ৪টি গ্রাম। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ২০ হাজার মানুষ।

এছাড়া ফেনী-পরশুরাম আঞ্চলিক মহাসড়ক তলিয়ে গেছে পানিতে। এদিকে, রাতে মহুয়া নদীর পাড়ে মাছ ধরতে গিয়ে, দেয়াল ধসে মামুন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে আরও ২১ সেন্টিমিটার। অন্যদিকে গত এক মাসের মধ্যে তিনবার বন্যার পানিতে ডুবলো সিলেট। আবারও আশ্রয়কেন্দ্রে যেতে শুরু করেছে মানুষ।

রংপুরে তিস্তার কাউনিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ৫ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে চরাঞ্চল ও নিম্নাঞ্চল। গঙ্গাচড়ার বেশ কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply