কেন্দ্রে প্রবেশ করে প্রশ্নপত্রের ছবি তোলায় শিক্ষকের কারাদণ্ড

|

বাউফল করেসপনডেন্ট:

পটুয়াখালীর বাউফলে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে প্রশ্নপত্রের ছবি তোলার অপরাধে এক শিক্ষককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া ইসলামিয়া নেছারিয়া সিনিয়র মাদ্রাসার আলিম পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্ত মামুনুর রশিদ ফেরদৌস (৩৯) কারখানা দারুল ইসলাম আলিম মাদ্রাসার আরবী বিষয়ের শিক্ষক।

পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, বিনা অনুমোতিতে পরীক্ষা চলাকালীন কেন্দ্রে প্রবেশ করেন শিক্ষক মামুনুর রশিদ। ওই কেন্দ্রের একটি কক্ষে গিয়ে নিজের মুঠোফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তোলার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মামুনুর রশিদ ফেরদৌসকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড প্রতীক কুমার কুন্ডু বলেন, ওই শিক্ষককে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় তার মুঠোফোনটি জব্দ করা হয় বলেও জানান তিনি।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply