কোপার কোয়ার্টারে খেলা হচ্ছে না ভিনিসিয়ুস জুনিয়রের

|

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চলতি আসরের কোয়ার্টারে উঠতে পারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বুধবার (৩ জুলাই) সকালে কলম্বিয়ার সঙ্গে ড্র করে করে অষ্টম দল হিসেবে শেষ আট খেলা নিশ্চিত করেছে ব্রাজিল। ফলে গ্রুপ রানার্সআপ হয়ে উঠেছে পরের রাউন্ডে।

বাংলাদেশ সময় ৭ জুলাই সকাল ৭টায় লাস ভেগাসে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে ব্রাজিল। তবে স্বস্তিতে নেই হলুদ জার্সিধারীরা। কারণ, ব্রাজিলের জন্য বড় দুঃসংবাদ, মহাগুরুত্বপূর্ণ সেই ম্যাচ খেলতে পারবেন না ভিনিসিয়ুস জুনিয়র।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, পরপর দুই ম্যাচে হলুদ কার্ড পেলে এক ম্যাচ বেঞ্জেই কাটাতে হবে কোনো খেলোয়াড়কে। সেই ভুলটাই করে বসেছেন ব্রাজিলের এই উইঙ্গার। এর আগে প্যারাগুয়ের ম্যাচে ৮৩ মিনিটে হলুদ কার্ড পেয়েছিলেন ভিনিসিয়ুস। ফলে উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে ভিনিসিয়ুসকে না পাওয়া ব্রাজিলের জন্য বড় ধাক্কাই বলা চলে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply