ইসরায়েলের হাইফা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতির

|

আবারও ইসরায়েলের গুরুত্বপূর্ণ হাইফা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। ইরাকের ইসলামিক রেসিসট্যান্সের সাথে এক যৌথ অভিযানে এ হামলার দাবি করে গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারে।

জানা গেছে, বেশ কয়েকটি ক্রুজ মিসাইল দিয়ে বন্দরটিতে আঘাত করা হয়। যা সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করে হুতি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কাও করা হচ্ছে।

গাজায় আগ্রাসনের প্রতিবাদে এর আগেও ইসরায়েলের গুরুত্বপূর্ণ এই অর্থনৈতিক অবকাঠামোতে কয়েক দফা হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। এছাড়া ফিলিস্তিনিদের সহমর্মিতায় লোহিত সাগরে ইসরায়েলের সাথে সম্পৃক্ততা আছে, এমন অনেক পণ্যবাহী জাহাজকেও হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে হুতি বিদ্রোহীরা।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply