আজ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন

|

আজ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন। টাইম জোন অনুসারে, বিভিন্ন রাজ্যে ভোটগ্রহণ শুরু হবে স্থানীয় সময় সকাল ৬টা থেকে ৮টার মধ্যে। সে হিসেবে, দীর্ঘ ১২ ঘণ্টা হবে ভোটাভুটি।

নির্বাচন কমিশন জানিয়েছে, এরইমাঝে রেকর্ড ৩ কোটি ১০ লাখ মার্কিনী আগাম ভোট দিয়েছেন। যা, গেলো বারের মধ্যবর্তী নির্বাচনের তুলনায় অনেক বেশি। এবারের ভোটে বর্ণবিদ্বেষ ও সরকারের কঠোর অভিবাসন নীতিমালাই গুরুত্ব পাচ্ছে। নির্বাচনের ঠিক আগ-মুহূর্তে এসব ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের সব প্রচারণা-বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। কড়া সাইবার নিরাপত্তা দেয়া হলেও, মধ্যবর্তী নির্বাচনে রুশ হস্তক্ষেপের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না প্রশাসন।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ- হাউজ অব রিপ্রেজেন্টেটিভের ৪৩৫ আসনের সবগুলো এবং উচ্চকক্ষ সিনেটের ১০০ আসনের ৩৫টি’তে হবে ভোট।

এছাড়া, ৩৯ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের গর্ভনর নির্বাচিত করবেন ভোটাররা। ৭ নভেম্বর সকাল থেকে ফলপ্রকাশ শুরু।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply