বাংলাদেশ ব্যাংকের ৬১৫ কোটি টাকা ফেরত দেয়ার আদেশ স্থগিত

|

বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিভিন্ন ব্যবসায়ীর থেকে নেয়া ৬১৫ কোটি টাকা, বাংলাদেশ ব্যাংকে ফেরত দেয়ার আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

আজ মঙ্গলবার সকালে আদেশের বিরুদ্ধে করা রিভিউ আবেদন শুনানির জন্য গ্রহণ করে এ আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ।

বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম আমীর উল ইসলাম। ব্যবসায়ীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিমও খায়রুল আলম চৌধুরী এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

২০০৭ সালে ওয়ান ইলেভেন সরকারের সময় বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১২শ’ কোটি টাকা আদায় করে সরকারি কোষাগারে জমা হয়। পরে তা ফেরত চেয়ে রিট আবেদন করে বিভিন্ন প্রতিষ্ঠান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply