প্রধানমন্ত্রীর নির্দেশনা মানেই তা বাস্তবায়ন হয়ে গেছে: মোস্তফা জব্বার

|

মন্ত্রীসভায় কে থাকবে আর কে থাকবে না তা সম্পূর্ণ প্রধানমন্ত্রীর এখতিয়ার বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। আজ সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এর আগে মন্ত্রিসভার বৈঠকে তফসিল ঘোষণার পর টেকনোক্রেট মন্ত্রীদের পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মানেই তা বাস্তবায়ন হয়ে গেছে। এখন শুধু তা কাগজে কার্যকর হওয়া বাকি।

উল্লেখ্য, বর্তমানে সরকারে চারজন টেকনোক্রেট মন্ত্রী রয়েছেন। তারা হলেন- ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply