রোহিঙ্গাদের রাখাইনে প্রত্যাবাসন বন্ধের আহ্বান জাতিসংঘের

|

তাড়াহুড়ো করে রোহিঙ্গাদের রাখাইনে প্রত্যাবাসন বন্ধে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। উপযুক্ত পরিবেশ সৃষ্টি না হওয়ায় রাখাইনে ফেরার পর আবারও সহিংস নিপীড়নের শিকার হতে পারে রোহিঙ্গারা। শঙ্কা মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি’র।

মঙ্গলবার মিয়ানমারের সমালোচনা করে লি বলেন, রোহিঙ্গাদের যথাযথ নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয়েছে অং সান সু চি’র সরকার। তারা দেশে ফিরে গেলে যে আবার নিগ্রহের শিকার হবে না, এমন নিশ্চয়তাও দিতে পারেনি নেইপিদো। এ অবস্থায় তাদের প্রত্যাবাসন পরিকল্পনা স্থগিত রাখার ওপর জোর দেন লি।

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা এই মুহূর্তে দেশে ফিরতে ভয় পাচ্ছে বলেও উল্লেখ করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এই তদন্ত কর্মকর্তা। এ পর্যন্ত পাঁচ হাজার রোহিঙ্গা মুসলিমের পরিচয় নিশ্চিতের কথা জানিয়েছে নেইপিদো। এদের মধ্যে প্রায় দু’হাজার জনকে নভেম্বরে দেশে ফিরিয়ে নেয়ার কথা রয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা- ইউএনএইচসিআর এর অভিযোগ, সংস্থাটির সাথে আলোচনা ছাড়াই রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পরিকল্পনা নেয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply