বীর প্রতীক তারামন বিবি গুরুতর অসুস্থ

|

কুড়িগ্রাম প্রতিনিধি
স্বাধীনতা যুদ্ধে অবদান রাখা কুড়িগ্রামের বীরপ্রতীক  তারামন বিবি আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।  দীর্ঘদিনের শ্বাসকষ্ট আবারও বেড়েছে।

গত কয়েকদিন যাবত তিনি নিজে নিজে হাঁটা চলা  করতে পারছেন না। তার শারীরিক অবস্থার  উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে ময়মনসিংহ সিএমএইচ হাসপাতালে ভর্তি করতে পারিবারিকভাবে নিয়ে যাওয়া হয়েছে।

অসুস্থ তারামন বিবিকে চিকিৎসা সেবা দিতেন ও নিয়মিত খোঁজখবর নিতেন রাজীবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের  চিকিৎসকরা।

রাজীবপুর উপজেলা স্বাস্থ্য  কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন জানান, হঠাৎ তারামন বিবির শ্বাসকষ্ট বেড়েছে।  অবস্থার অবনতির কারণে ময়মনসিংহ হাসপাতালে নিতে বলা হয়েছে।

তারামন বিবির ছেলে আবু তাহের জানান, রাজীবপুর হাসপাতালের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত বাড়িতে এসে চিকিৎসা দেয়া হতো। কিন্তু বুধবার রাতে মায়ের শরীরের অবস্থার অবনতি হলে ময়মনসিংহ নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। তাই তাকে ময়মনসিংহ নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন জানান, আমি প্রতিনিয়ত তার খোঁজ খবর রাখছি এমনকি ময়মনসিংহ জেলা প্রশাসককেও তার অসুস্থতার বিষয়টি অবহিত করেছি। তিনি যাতে উন্নত চিকিৎসা সেবা পান সেটা নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য,কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কাচারীপাড়া গ্রামে পবিবারের সাথে বসবাস করেন এ বীরপ্রতীক তারামন বিবি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply