বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মালিকানা বুঝে পেলো বাংলাদেশ

|

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বুঝে পেলো বাংলাদেশ। এখন থেকে এ স্যাটেলাইটের এর মালিক বাংলাদেশ। ফ্রান্সের থ্যালেস অ্যালিনিয়া স্পেসের কাছ থেকে এটির নিয়ন্ত্রণ বুঝে নেন ডাক-টেলিযযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। শুক্রবার রাজধানীতে -এক অনুষ্ঠানে দেশের প্রথম বাণিজ্যিক স্যাটেলাইটের নিয়ন্ত্রণ আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেয় প্রতিষ্ঠানটি।

এটি বাংলাদেশের একটি অর্জন, একটি গর্বের বিষয় জানিয়ে মন্ত্রী বলেন, বাণিজ্যিকভাবে এর কার্যক্রম শুরু হবে শিগগিরই।

পরে বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে ‘ট্রান্সফার অফ টাইটেল’ হস্তান্তর করা হয়। পরে তিনি তা হস্তান্তর করেন বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড -বিসিএসসিএল-এর চেয়ারম্যানের কাছে।

এর মধ্য দিয়ে ডিজিটাল যুগে আরও একধাপ এগিয়ে গেল বাংলাদেশ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, এ স্যাটেলাইট কতদিনে লাভজনক হবে বা কতোটা সেবা পাওয়া যাবে তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো এটি বাংলাদেশের একটি অর্জন।

চলতি বছরের ১২ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply