চালু হলো ঢাকা-পঞ্চগড় আন্তঃনগর ট্রেন সার্ভিস

|

আজ থেকে চালু হলো ঢাকা-পঞ্চগড় রুটে সরাসরি আন্তঃনগর ট্রেন সার্ভিস। এতে উচ্ছ্বসিত পঞ্চগড়বাসী। নিয়মিত এই রুটে চলাচল করবে দ্রুত যান ও একতা এক্সপ্রেস।

নতুন সময়সূচিতে একতা ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকবে না। একতা এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়বে সকাল ১০টায় আর দ্রুতযান এক্সপ্রেস রাত আটটায়। উদ্বোধনী দিনে পঞ্চগড়ে অনুষ্ঠানের আয়োজন করে রেল কর্তৃপক্ষ। এতে উপস্থিত ছিলেন রেলের উর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসক, স্থানীয় সংসদ সদস্যসহ আরও অনেকে। দীর্ঘদিন পর রেলসেবার আওতায় আনা হল উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষকে।

রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, ঢাকা-পঞ্চগড় রুটের দূরত্ব ৬৩৯ কিলোমিটার। দেশে এটিই হবে সবচেয়ে বেশি দূরত্বের ট্রেন সার্ভিস। ট্রেন দুটির সার্ভিসে ঢাকা-দিনাজপুর ৪৯৬ কিলোমিটার পথের সঙ্গে যুক্ত হচ্ছে ১৪৩ কিলোমিটার। ঢাকা-দিনাজপুর পথে পুরনো সময়সূচিতে, দিনাজপুর-পঞ্চগড় পথে নতুন সূচিতে চলবে তা। সেই সঙ্গে বন্ধ হয়ে যাবে পঞ্চগড়-দিনাজপুর শাটল ট্রেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply