প্রধান বিচারপতির পদত্যাগ নিয়ে যা বললেন আসিফ নজরুল

|

ছাত্রজনতার দাবির মুখে প্রধান বিচারপতি পদত্যাগ করবেন কি না- তা তাকেই ঠিক করতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। ফুল কোর্ট সভা ডাকার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টার পর সচিবালয়ের মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে গণমাধ্যমকে বলেন, সব ধরনের খারাপ আইনসহ পুরো আইন বিভাগের সংস্কার করা হবে।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে জনগণের নিপীড়নের জায়গা হিসেবে গড়ে তোলা হয়েছিল বলে মন্তব্য করেন তিনি। যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করে মুক্তজীবনে ফিরতে চান বলে জানান এই আইন উপদেষ্টা।

প্রধান বিচারপতিসহ বিচারপতিদের পদত্যাগে দুপুর ১টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরপর বাসভবন ঘেরাও করবে তারা। সে পর্যন্ত সুপ্রিম কোর্ট চত্বরেই বিক্ষোভ করবে আন্দোলনকারীরা।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply