শিল্পক্ষেত্রে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহকে প্রধান চ্যালেঞ্জ বলছেন আদিলুর রহমান খান

|

ফাইল ছবি

শিল্পক্ষেত্রে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করাই হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান চ্যালেঞ্জ- এমনটা জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

শনিবার (১০ আগস্ট) সকালে সচিবালয়ে প্রথম কার্যদিবসে আসেন শিল্প উপদেষ্টা। এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানাসহ অন্যান্য কর্মকর্তারা উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। পরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সচিবসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি।

বৈঠক শেষে শিল্প উপদেষ্টা বলেন, শিল্পক্ষেত্রটি তার জন্য চ্যালেঞ্জিং। যতটুকু সময় পাবেন চেষ্টা করবেন কাজ করার। কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না বলেও জানান তিনি। আরও বলেন, চামড়া শিল্প নিয়ে কাজ করতে হবে। সমস্যা চিহ্নিত করে সমাধান করতে হবে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply