পুনঃতফসিলের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট

|

ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল করে পুনঃতফসিল ঘোষণার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান জোটের নেতারা।

বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না উল্লেখ করে অবিলম্বে পদত্যাগ করে সংসদ ভেঙ্গে দেয়ার দাবি জানান তারা। নেতারা অভিযোগ করেন নিয়ন্ত্রিত ও ভোট ডাকাতির লক্ষ্যেই নির্বাচন করতে চায় সরকার। আলাপ আলোচনার করে সমঝোতায় আসার আহবান জানান বাম গণতান্ত্রিক জোটের নেতারা। পরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply