‘সরকারের মেয়াদ নিয়ে এখন বলা যাবে না, ছাত্রদের বলতে হবে তারা কী চায়’

|

অন্তর্বতীকালীন সরকারের স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা হাসান আরিফ বলেছেন, কতদিন অন্তবর্তী সরকার কাজ করবে তা বলা যাবে না। এই প্রশ্ন আগের তত্ত্বাবধায়ক সরকারের সময়ে করা যেত। তাদের দায়িত্ব শুধু নির্বাচন করা, ভোটার তালিকা করা। এবার কিন্তু প্রেক্ষাপট ভিন্ন, গণঅভ্যুত্থান হয়েছে। তাই সরকারের মেয়াদ নিয়ে এখন বলা যাবে না। ছাত্রদের বলতে হবে, তারা কী চায়।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

৫ আগস্ট সরকার পতনের পর সৃষ্ট পরিস্থিতিতে সিটি করপোরেশন ও পৌরসভায় মেয়র, উপজেলা ও ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান অনুপস্থিত থাকলে কী করা হবে সে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন হাসান আরিফ।

এ নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আরও বলেন, যে আইনে তারা নির্বাচিত সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। অনেক জায়গায় প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দায়িত্ব পালন করছেন। প্রশাসক বসানো হবে কি না, সে বিষয়ে আইন খতিয়ে দেখে সিদ্ধান্ত হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply